Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ

আমাদের অর্জনসমূহ

  • ঢাকা , চট্টগ্রাম , রাজশাহী , খুলনা ও নারায়ণগঞ্জ সিটি কপোরোশন এবং কদমরসুল পৌরসভা যেখানে ওয়াসা কাজ করছে সেসব এলাকা ব্যতীত সমগ্র দেশের পল্লী ও শহর এলাকার (সিটি কপোরেশন , পৌরসভা, উপজেলা সদর এবং গ্রোথ সেন্টার ) নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন (পয়ঃনিষ্কাশন নর্দমা ও কঠিন বজ্য নিষ্কাশন ব্যবস্থাপনা ।
  • নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটিশন সংক্রান্ত নীত নিধারণ ও কর্মপদ্ধতি নিরুপণ সরকারকে পরমাশমূলক সহযোগিতা ( Advisory Support) প্রদান ।
  • স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানকে পানি সরবরাহ ও স্যানিটেশন সংক্রান্ত উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ  কাজে সহযোগিতা করা ।
  • ১৯৬৪ সালে হ্যান্ড টিউবওয়েল  প্রোগ্রাম রুরাল স্যানিটেশনের উপর পাইলট প্রজেক্ট হাতে নেয়া হয়।
  • ১৯৭২ সালে যুদ্ধ পরবতী প্রামীণ পানি সরবরাহের  দায়িত্ব ডিপিএইচই (DPHE) কে প্রদান ।
  • ইউনিসেফ (UNICEF)এর সহায়তায় গ্রামীণ পানি সরবরাহ ক্ষেত্রে বড় রকমের প্রকল্প হাতে নেয়া হয় ।
  • জেলা শহরের জন্য পাইপ ওয়াটার সাপ্লাই প্রকল্প শুরু করা হয় ।
  • ১৯৭৩ সালে পানি দূষণ প্রতিরোধ সেল ( Water Pollution Control Cell ) গঠন ।
  • ১৯৭৮ সালে ইউনিসেফ (UNICEF) এর সহায়তায় প্রামীণ পয়ঃনিষ্কাশনের ক্ষেত্রে বড় রকমের প্রকল্প হাতে নেয়া হয় ।
  • ১৯৮০ সালে বিভাগীয়  শহরে পাইপড ওয়াটার সাপ্লাই কাযক্রম শুরু ।
  • ১৯৮৩ সালে উপজেলা হেড কোয়াটারে পানি সরবরাহ কাযক্রম ।
  • ১৯৯৩ সালে পানি গুনগতমান নিশ্চিতকরণের লক্ষে জোনাল ল্যাবরেটরি প্রতিষ্ঠত হয় ।
  • ১৯৯৬ সালে বাংলাদেশের ভূ-পৃষ্ঠস্থ  ও ভূ-গভস্থ পানির গুনগত মানের পূণাঙ্গ ডাটা বেইজ তৈরির কম্পিউটার বিভাগের যাত্রা শুরু হয় ।
  • ২০০৯ সালে উপজেলা পযায়ে সহকারী প্রকৌশল পদ সৃষ্টি করা হয় ।
  • ২০১৪ সালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাংলাদেশের প্রথম নারী প্রধান প্রকৌশলী হিসেবে দ্বায়িত্বভার প্রহন করেন ।